চীনে অপরাধচক্র চালানো মিং পরিবারের ১১ সদস্যের মৃত্যুদণ্ড
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১৩:৫২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

চীনের আদালত মিয়ানমারে প্রতারণা ও অপরাধচক্র চালানো কুখ্যাত মিং পরিবার-এর ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, উত্তর মিয়ানমারের অপরাধী সিন্ডিকেট ‘মিং পরিবার’-এর এই ১১ সদস্য হত্যা, অবৈধ আটক ও অনলাইন জালিয়াতিসহ একাধিক গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হন। গত বছরের সেপ্টেম্বরে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সম্প্রতি সেই রায় কার্যকর করা হয়েছে।
মিং পরিবার ছিল উত্তর মিয়ানমারের তথাকথিত ‘চারটি পরিবার’-এর একটি, যাদের বিরুদ্ধে ইন্টারনেট জালিয়াতি, মানব পাচার, পতিতাবৃত্তি ও মাদক উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা মিয়ানমার-চীন সীমান্তবর্তী কোকাং অঞ্চলে শত শত জালিয়াতি কেন্দ্র পরিচালনা করত এবং পালানোর চেষ্টা করা শ্রমিকদের নির্যাতন ও হত্যায় জড়িত ছিল।
সিনহুয়া জানায়, দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন আপিল করলেও চীনের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্ট মূল রায় বহাল রাখে। মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাদের নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, মিং জুয়েচাংয়ের নেতৃত্বে পরিচালিত এই সিন্ডিকেটের সঙ্গে একসময় প্রায় ১০ হাজার মানুষ জালিয়াতি ও অন্যান্য অপরাধে যুক্ত ছিল। কোকাংয়ের রাজধানী লাউক্কাইং বহু বিলিয়ন ডলারের অনলাইন জালিয়াতি শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
২০২৩ সালে আন্তর্জাতিক চাপ ও ভুক্তভোগীদের অভিযোগের পর চীন এই অপরাধচক্রগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে। সে বছরের নভেম্বরে মিং পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং তাদের ধরতে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়।
সিনহুয়া জানায়, দণ্ডপ্রাপ্তদের মধ্যে মিং জুয়েচাংয়ের ছেলে মিং গুওপিং ও নাতনি মিং ঝেনজেনও রয়েছেন। মিং গুওপিং জান্তা-সমর্থিত কোকাং সীমান্তরক্ষী বাহিনীর একজন নেতা ছিলেন।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সক্রিয় প্রতারক চক্রগুলো প্রতিবছর ৪০ বিলিয়ন ডলারের বেশি অর্থ হাতিয়ে নেয়। মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দীর্ঘদিনের অস্থিতিশীলতা ও গৃহযুদ্ধ এই ধরনের অপরাধী চক্র বিস্তারে সহায়ক ভূমিকা রেখেছে।
আমার বার্তা/জেইচ
