দেশে অবৈধ আইফোন ১৯ লাখ ৫৫ হাজার

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১৯:৩৪ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

দেশে বর্তমানে ১৯ লাখ ৭৬ হাজার আইফোন ব্যবহৃত হচ্ছে। এর ১৯ লাখ ৫৫ হাজার আইফোনই অবৈধ। অর্থ্যাৎ দেশে বৈধ আইফোনের সংখ্যা মাত্র ২১ হাজার।

দেশের চার মোবাইল ফোন অপারেটরদের নেটওয়ার্কে এই বিপুল পরিমাণ অবৈধ আইনফোন সচল রয়েছে। অবৈধভাবে আসা এসব আইফোন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ‘নকট অটোমেশন অ্যান্ড আইএমআই ডেটাবেজ (এনএআইডি)’ সিস্টেমে নিবন্ধিত নয়।

দেশের বৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোনে সবচেয়ে বেশি অবৈধ আইফোন ব্যবহৃত হচ্ছে। এখানে ১০ লাখ আইফোন সক্রিয়। রবিতে এই সংখ্যা ৬ লাখ ৪৬ হাজার, বাংলালিংকে ৩ লাখ ১০ হাজার এবং টেলিটকে এই সংখ্যা ২০ হাজার।

খাত সংশ্লিষ্টরা বলছেন, এই বিপুল পরিমাণ আইফোন অবৈধভাবে দেশে প্রবেশ করায় সরকার এখান থেকে প্রায় ১০ হাজার কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে।

তারা বলছেন, বৈধভাবে আনা আইফোনে ৬০ শতাংশ শুল্ককর দিতে হয়। এতে করে অবৈধ ফোনের সঙ্গে দামের পার্থক্য দাঁড়ায় প্রায় ৭০ হাজার টাকা।কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে বেশি পড়ে। সরকার চাইলেই এসব অবৈধ আইফোন ব্যবহারকারীদের শনাক্ত করে ব্যবস্থা নিতে পারে।

উদাহরণ স্বরূপ, আইফোন ম্যাক্স ১৫ প্রো ম্যাক্স ২৫৬ জিবিরি মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। অন্যদিকে একই মডেলের অবৈধ আইফোনটির দাম পড়ে মাত্র দেড় লাখ টাকা।


আমার বার্তা/এমই