দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা: তৈয়্যব
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৭:১৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আধুনিক প্রযুক্তির বিকাশে দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে। আগামীতে পুরানো প্রযুক্তির ক্যাবলের ব্যবহার কমলেও নতুন প্রযুক্তির চাহিদা দ্রুত বাড়বে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে খুলনার শিরোমনিতে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি জানান, যোগাযোগ খাতে মানসম্মত নেটওয়ার্ক নিশ্চিত করতে হলে অন্তত পাঁচ লাখ কিলোমিটার ফাইবার অপটিক ক্যাবল নেটওয়ার্ক থাকা প্রয়োজন। বর্তমানে দেশে দেড় লাখ কিলোমিটার নেটওয়ার্ক থাকলেও এর ৭৫ শতাংশই ঝুঁকিপূর্ণ ওভারহেড লাইন।
এজন্য টেলিযোগাযোগ নেটওয়ার্ককে নিরাপদ করতে সংযোগগুলো মাটির নিচে স্থানান্তরের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন খাতের পুরোনো ক্যাবল নেটওয়ার্ককে একক ফাইবার অপটিক্যাল ক্যাবল নেটওয়ার্কের অধীনে আনা জরুরি।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, ‘বাকেশিকে দ্রুত পরিবেশবান্ধব ও দূষণমুক্ত সবুজ কারখানার আন্তর্জাতিক সার্টিফিকেশন গ্রহণ করতে হবে। এতে পণ্যের ব্র্যান্ড ভ্যালু বাড়বে এবং নতুন বাজার তৈরি হবে। একই সঙ্গে কর্মকর্তাদের বিভিন্ন দাবি ও প্রয়োজন সম্পর্কেও সরকার সচেতন রয়েছে এবং তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।’
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৭২ সাল থেকে বাকেশি টেলিকম কপার ক্যাবল উৎপাদন করছে। ২০১০ সালে অপটিক্যাল ফাইবার ক্যাবল, ২০১৬ সালে এইচডিপিই টেলিকম ডাক্ট এবং ২০১৯ সালে ওভারহেড কন্ডাক্টর ও পাওয়ার ক্যাবল উৎপাদন শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন সক্ষমতার মধ্যে রয়েছে ৫০ হাজার কন্ডাক্টর কিলোমিটার টেলিকম ক্যাবল, ২৫ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল, ৬ হাজার ৫০০ কিলোমিটার এইচডিপিই টেলিকম ডাক্ট এবং ৬০০ মেট্রিক টন ওভারহেড কন্ডাক্টর ও পাওয়ার ক্যাবল। ২০২৪-২৫ অর্থবছরে বাকেশি ২৮ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে।
মতবিনিময়ে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম, বাকেশির ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ও সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।
পরে ফয়েজ আহমদ তৈয়্যব খুলনা টেলিটক বিভাগীয় অফিস, বিভাগীয় পোস্টমাস্টার জেনারেল অফিস এবং বিটিসিএল এর বিভাগীয় অফিস পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
আমার বার্তা/এল/এমই