আজ থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত সিম
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৫:৫১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গ্রাহকের কাছে থাকা অতিরিক্ত সিমের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে আজ শনিবার (১ নভেম্বর) থেকে কোনো ব্যাক্তির জাতীয় পরিচয়পত্রের বীপরীতে (এনআইডি) ১০টির বেশি সিমকার্ড থাকলে, তা বন্ধ করে দেবে মোবাইল অপারেটররা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক জরুরি বার্তায় জানিয়েছে, যেসব এনআইডি কার্ডে ১০টির বেশি সিম আছে, সেগুলো ১ নভেম্বর থেকে বন্ধ করা হবে। এর উদ্দেশ্য হলো মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ নিশ্চিত করা ও কারচুপির সুযোগ সীমিত করা। তাই গ্রাহকরা ১০টির বেশি সিমের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজস্ব অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে সিমগুলো ডি-রেজিস্ট্রার বা মালিকানা পরিবর্তনের ব্যবস্থা করবেন।
এর আগে গত বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ উল বারী এ তথ্য জানান।
তিনি বলেন, ১ নভেম্বর থেকে একজন গ্রাহকের এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিম ইচ্ছেমতো বন্ধ করে দেবে মোবাইল অপারেটররা।
ডিসেম্বরের পর থেকে দেশে কারো কাছে এক এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম থাকবে না বলেও জানান বিটিআরসি চেয়ারম্যান।
এদিকে, গত ২৬ অক্টোবর প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা ১০টি থেকে কমিয়ে সাতটি করা হবে বলে জানান।
তিনি এও জানান, একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা ১০টি থেকে ভবিষ্যতে ২টিতে কমিয়ে আনা হবে। তবে নির্বাচনের আগে এই সংখ্যা হবে সর্বোচ্চ সাতটি।
বিটিআরসি বলছে, গ্রাহকরা নিজেরা চাইলে ১০টি সিম রেখে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রার করতে পারবেন। যদি কেউ নিজে এটি না করেন, মোবাইল অপারেটরদের মাধ্যমে কমিশন দৈবচয়নের মাধ্যমে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে। নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা *১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ চার ডিজিট পাঠালে তথ্য পাবেন।
 
বিটিআরসি সতর্ক করে জানিয়েছে, গ্রাহকদের জন্য সময়মতো ব্যবস্থা নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বৃদ্ধি পাবে। অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রার করে ব্যবহারকারীরা ঝুঁকি এড়িয়ে নিজেদের সিম সুরক্ষিত রাখতে পারবেন।
আমার বার্তা/এল/এমই
