হোয়াটসঅ্যাপে আসছে থার্ড-পার্টি চ্যাট: পরিবর্তন আনছে মেটা

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১১:৫৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ইউরোপীয় ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে মেটা। খুব শিগগিরই অ্যাপে যুক্ত হতে যাচ্ছে থার্ড-পার্টি চ্যাট ইন্টিগ্রেশন—যার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে হোয়াটসঅ্যাপ ছাড়াই অন্য মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

এই উদ্যোগ নেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ)–এর নিয়ম মানতে, যেখানে বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের প্ল্যাটফর্ম অন্য সেবার সঙ্গে ইন্টারঅপারেবল করার বাধ্যবাধকতা রয়েছে। ফলে বিভিন্ন অ্যাপের মধ্যে বার্তা আদান–প্রদান আরও সহজ হবে।

মেটা জানায়, গত কয়েক মাস ছোট আকারে যেসব পরীক্ষা চালানো হচ্ছিল, এখন সেগুলো বৃহত্তর পরিসরে উন্মুক্ত করা হচ্ছে। প্রথম ধাপে BirdyChat এবং Haiket নামের দুটি অ্যাপ হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হবে। ইউরোপের ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই এই দুটি অ্যাপের বন্ধুদের সঙ্গে টেক্সট, ছবি, ভিডিও, ভয়েস নোট ও ফাইল শেয়ার করতে পারবেন।

তবে আপাতত গ্রুপ চ্যাট সুবিধা চালু হচ্ছে না—অংশীদার অ্যাপগুলো প্রযুক্তিগতভাবে প্রস্তুত হলেই তা যোগ করা হবে।

আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে একটি নোটিফিকেশন পাবেন, যেখানে থার্ড-পার্টি চ্যাট চালু ও বন্ধ করার পদ্ধতি জানানো থাকবে। উল্লেখযোগ্য বিষয় হলো—এই ফিচার কেবল অ্যান্ড্রয়েড ও আইওএস–এ কাজ করবে; ডেস্কটপ, ওয়েব বা ট্যাবলেট সংস্করণে নয়।

নিরাপত্তা নিয়েও মেটা জোর দিয়েছে। যে কোনো থার্ড-পার্টি অ্যাপকে হোয়াটসঅ্যাপের সমমানের এন্ড-টু-এন্ড এনক্রিপশন অনুসরণ করতে হবে। পাশাপাশি ব্যবহারকারীরা যেন সহজেই বুঝতে পারেন কোনটি হোয়াটসঅ্যাপের অভ্যন্তরীণ চ্যাট আর কোনটি থার্ড-পার্টি বার্তা—সেই ভিজ্যুয়াল আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে মেটা নতুন ইন্টারফেসের ঝলক দেখিয়েছিল, যেখানে ব্যবহারকারীরা চাইলে থার্ড-পার্টি বার্তার জন্য আলাদা ফোল্ডার রাখতে পারবেন কিংবা সব মেসেজ একসঙ্গে দেখতেও পারবেন। নতুন অ্যাপ যোগ হলেই হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন পাঠাবে।

ডিএমএ–এর কারণে প্রযুক্তি দুনিয়ায় যে পরিবর্তন আসছে, হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার তারই বড় উদাহরণ। ব্যবহারকারীদের জন্য এটি হতে যাচ্ছে আরও উন্মুক্ত ও সুবিধাজনক যোগাযোগের অভিজ্ঞতা।


আমার বার্তা/জেএইচ