নতুন মার্কিন চুক্তিতে টিকটকের অভিজ্ঞতা বদলাতে পারে কী?
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:২০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালু রাখার নতুন চুক্তি হয়েছে। ফলে দেশটিতে প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ আপাতত নিশ্চিত। তবে প্রায় ২০ কোটি মার্কিন ব্যবহারকারীর জন্য অ্যাপের নীতিমালা থেকে শুরু করে কনটেন্ট দেখানোর ধরন পর্যন্ত কিছু পরিবর্তন আসতে পারে।
টিকটক জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন কাঠামো তৈরি করা হয়েছে। এই কাঠামোর আওতায় টিকটকের যুক্তরাষ্ট্র অংশ আলাদা একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে। নতুন এই প্রতিষ্ঠানের মালিকানায় থাকছে মূলত মার্কিন বিনিয়োগকারীরা। বোর্ডে থাকছেন সাতজন পরিচালক। তাদের একজন টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউ। চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের অংশীদারত্ব থাকছে ১৯ দশমিক ৯ শতাংশ।
টিকটকের মূল শক্তি হলো এর কনটেন্ট সুপারিশ অ্যালগরিদম। কোন ভিডিও ব্যবহারকারীর ‘ফর ইউ’ ফিডে দেখাবে সেটি এই অ্যালগরিদমই ঠিক করে। নতুন চুক্তির আওতায় এই অ্যালগরিদমের একটি লাইসেন্স দেওয়া হয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলকে। এর আগেও ‘প্রজেক্ট টেক্সাস’ নামে একটি নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ওরাকল যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীদের ডেটা দেখভাল করছিল।
এবার ওরাকল আরও বড় দায়িত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ডেটার ভিত্তিতে অ্যালগরিদমকে নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে। আপডেটও হবে যুক্তরাষ্ট্রের ভেতরেই। টিকটকের দাবি, ব্যবহারকারীর ডেটা ও অ্যালগরিদম— দুটিই ওরাকলের নিরাপদ মার্কিন ক্লাউডে সংরক্ষিত থাকবে।
তবে এই চুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু ডেমোক্র্যাট রাজনীতিক আশঙ্কা প্রকাশ করেছেন, নতুন বিনিয়োগকারী গোষ্ঠীর সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতার প্রভাব টিকটকে কী দেখানো হবে তা নিয়ন্ত্রণ করতে পারে। সিনেটর রন ওয়াইডেন আগেই বলেছেন, মালিকানা বদল হলেও যদি স্বচ্ছতা না থাকে তাহলে ব্যবহারকারীদের লাভ নাও হতে পারে। আরেক সিনেটর এড মার্কি চুক্তির বিস্তারিত নিয়ে কংগ্রেসে তদন্তের আহ্বান জানিয়েছেন।
ব্যবহারকারীদের বড় প্রশ্ন— নতুন কোনো অ্যাপ কি ডাউনলোড করতে হবে? বিশ্লেষকদের মতে, সেটির সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্র টিকটকের সবচেয়ে বড় বাজার। সেখানে প্রায় ২০ কোটি ব্যবহারকারী রয়েছে। নতুন অ্যাপ বাধ্যতামূলক হলে ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতা— দুজনই বিরক্ত হতে পারেন। তাই টিকটক ‘ব্যবসা আগের মতোই চলবে’ —এই বার্তা দিতে চাচ্ছে।
তবে নীতিমালায় কিছু পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য টিকটক নতুন টার্মস অব সার্ভিস চালু করেছে। এখন ব্যবহারকারীর সঙ্গে চুক্তি হচ্ছে নতুন মার্কিন প্রতিষ্ঠানের। সেখানে বলা হয়েছে, ১৩ বছরের কম বয়সীরা শুধু ‘আন্ডার ১৩ এক্সপেরিয়েন্স’-এই টিকটক ব্যবহার করতে পারবে। পাশাপাশি জেনারেটিভ এআই ব্যবহারে ভুল বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরির ঝুঁকি ব্যবহারকারীকে মেনে নিতে হবে।
অ্যালগরিদম বদলালে কনটেন্টের অভিজ্ঞতা কীভাবে বদলাবে, তা এখনো স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু সূক্ষ্ম পার্থক্য দেখা যেতে পারে। ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কনটেন্ট দেখানোর ক্ষমতা কিছুটা দুর্বল হতে পারে। আন্তর্জাতিক কনটেন্টের তুলনায় দেশীয় কনটেন্টের উপস্থিতি বাড়তেও পারে।
তবু টিকটক বলছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা বৈশ্বিক অভিজ্ঞতা থেকেই বঞ্চিত হবেন না। মার্কিন নির্মাতারা বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছাতে পারবেন। ব্যবসাগুলোও আন্তর্জাতিক বাজারে সক্রিয় থাকতে পারবে।
এই চুক্তির আওতায় বাইটড্যান্সের অন্য অ্যাপ— ক্যাপকাট ও লেমনএইট এর ভবিষ্যৎও নিশ্চিত হয়েছে। টিকটকের সঙ্গে সঙ্গে সেগুলোর জন্যও একই সুরক্ষা ব্যবস্থা কার্যকর হবে।
সব মিলিয়ে নতুন চুক্তিতে টিকটক যুক্তরাষ্ট্রে আরও নিরাপদ কাঠামোর দিকে যাচ্ছে। তবে এই নিরাপত্তার বিনিময়ে প্ল্যাটফর্মটির বৈশ্বিক চরিত্র কতটা বদলায়, সেটিই এখন দেখার বিষয়।
আমার বার্তা/জেইচ
