OTT প্ল্যাটফর্ম কি এবং এর সুবিধা

প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১৮:৩৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

OTT প্ল্যাটফর্ম যা বর্তমান জেনারেশনের কাছে  খুব্ই জন প্রিয় একটি বিনোদন মাধ্যম। কিন্তু অনেকের কাছেই এখনো অজানা OTT প্ল্যাটফর্ম আসলে কি। (OTT) শব্দের মানে 'ওভার দ্যা টপ' (Over-the-top)। ওটিটি মিডিয়া সার্ভিস হলো এমন এক ধরনের মিডিয়া সার্ভিস যাতে কোন ডিশ ক্যাবল বা স্যাটেলাইটের প্রয়োজন হয় না। প্রথাগত সকল মাধ্যমকে পাশ কাটিয়ে শুধু ইন্টারনেটের সাহায্যেই গ্রাহক তার মন মতো মিডিয়া উপভোগ করতে পারে।

বাংলাদেশে সেরা ১০ টি ওটিটি প্ল্যাটফর্ম

  1. বায়োস্কোপ
  2. বায়োস্কোপ প্রাইম
  3. হইচই
  4. বঙ্গ
  5. বিঞ্জ
  6. টফি
  7. জি ফাইভ
  8. চরকি 
  9. টেলিফিক্স
  10. জাগোবিডি

OTT প্ল্যাটফর্মে, আমরা যেকোনো সময় কন্টেন্ট দেখার সুবিধা পাই। আপনি আপনার সুবিধা অনুযায়ী যেকোনো ভিডিও সামগ্রী দেখতে পারেন।, আপনি যদি টিভিতে একটি মুভি দেখতে চান, তাহলে আপনাকে সেই মুভিটি টিভির সম্প্রচারের সময় অনুযায়ী দেখতে হবে, OTT প্ল্যাটফর্মে আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো সময় সেই মুভিটি দেখতে পারেন।

এই প্ল্যাটফর্মে, আপনি বিজ্ঞাপন ছাড়াই যেকোনো বিষয়বস্তু দেখতে পারেন। এর কারণে ব্যবহারকারীরা একটি দুর্দান্ত অভিজ্ঞতা পান এবং ব্যবহারকারীরা সীমিত সময়ের মধ্যে যে কোনও ভিডিও সামগ্রী দেখতে সক্ষম হন । আমরা যতবার চাই ততবার যেকোন বিষয়বস্তু দেখতে পারি।

আমরা যেকোন ডিভাইসে কন্টেন্ট দেখতে পারি যেমন টিভি, স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটারে OTT সামগ্রী দেখতে পারি।
 

আমরা বিশ্বের যে কোন জায়গায় বসে OTT কন্টেন্ট দেখতে পারি। এর জন্য  আমাদেরকে পুরানো টিভির কাছাকাছি থাকার দরকার পরেনা। আমরা যে কোনও জায়গায় উপভোগ করতে পারি। এই OTT প্ল্যাটফর্মের মাধ্যমে ।
 

OTT প্ল্যাটফর্মের সুবিধা হল আমরা OTT প্ল্যাটফর্মে কন্টেন্ট ডাউনলোড করার সুবিধা পাই এবং আমাদের সুবিধামত যেকোন সময় এটি দেখতে পাই। আমরা আমাদের স্মার্টফোন বা ট্যাবের মাধ্যমে আমাদের OTT সামগ্রী ইন্টারনেট না থাকা জায়গায়ও উপভোগ করতে পারি।
 

আপনি যদি একটি বিমানে ভ্রমণ করেন, তবে আপনার মোবাইলের ওটিটি বিষয়বস্তু সেই সময়ে আপনার জন্য খুব কার্যকর হতে পারে।

এবি/আরআই/টিএস