ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১৩:২৪ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত (ডি ওয়াই) চন্দ্রচূড়ের আমন্ত্রণে আন্তর্জাতিক এক সেমিনারে যোগ দিতে ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

রোববার (২৬ নভেম্বর) বেলা ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বিজি-৩৯৭ এর একটি বিশেষ ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা দেন তিনি।

ভারত সফরে প্রধান বিচারপতির সঙ্গে যাচ্ছেন তার স্ত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

‘ফার্স্ট রিজিওনাল কনফারেন্স অন অ্যাকসেস টু লিগ্যাল এইড: স্ট্রেনদেনিং অ্যাকসেস টু জাস্টিস ইন দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করতে প্রধান বিচারপতি এই সফর বলে জানা গেছে।

তিনি ভারত সফর শেষে আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ বিমান বিজি-৩৯৮ এর বিশেষ ফ্লাইটে বিকেল ৫টা ১৮ মিনিটে দেশে ফিরবেন।

প্রধান বিচারপতির অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি থাকবেন বোরহান উদ্দিন। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক।


আমার বার্তা/জেএইচ