৭১ টিভির চেয়ারম্যানসহ ২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

শাপলা চত্বরে হত্যা

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৩:৫৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর চালানো গণহত্যার পক্ষে প্রচারণায় সহায়তার অভিযোগে ৭১ টেলিভিশন ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামালসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

অপর আসামি হলেন, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় হেফাজতে ইসলামের নেতা মুশফিকুর রহমান এ অভিযোগ দাখিল করেন।


আমার বার্তা/জেএইচ