এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু ট্র্যাডিশনাল সাজতেই ভাল লাগে! ঠিক তখনই কাজে লাগে উলের কুর্তা সেট- যেগুলো একসঙ্গে দেয় উষ্ণতা, স্টাইল আর আরাম। ঠিকঠাক ফেস্টিভ লুক পেতে চাইলে এটাই সেরা বিকল্প। 

দ্য ওয়াল ব্যুরো: শীত পড়লেই আমরা মোটা সোয়েটার আর পাফার জ্যাকেটের পিছনে ছুটি, আর তাতেই হারিয়ে যায় ভারতীয় পোশাকের সেই আলাদা সৌন্দর্য। কিন্তু শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু ট্র্যাডিশনাল সাজতেই ভাল লাগে! ঠিক তখনই কাজে লাগে উলের কুর্তা সেট- যেগুলো একসঙ্গে দেয় উষ্ণতা, স্টাইল আর আরাম। ঠিকঠাক ফেস্টিভ লুক পেতে চাইলে এটাই সেরা বিকল্প। শীতের দিনে সাজগোজকে করে তুলবে আরও সহজ, এলিগেন্ট আর আরামদায়ক- এমনই কয়েকটি সেরা উলের কুর্তা সেট রইল আপনার জন্য।
 
উলের সেটের এই ভার্সনটি সূক্ষ্ম এম্ব্রয়ডারি আর আরামের সুন্দর মিশ্রণ। ভারী না হয়েও প্রয়োজনীয় উষ্ণতা দেয়, তাই অফিস, লাঞ্চ ডেট বা ছোটখাটো উৎসব- সব জায়গাতেই পরা যায়। আরামদায়ক উলের কাপড় হওয়ায় ঘরের ভিতরে বা বাইরে- দুই জায়গাতেই পাওয়া যায় সমান স্বস্তি।

উলের সেটের এই ভার্সনটি সূক্ষ্ম এম্ব্রয়ডারি আর আরামের সুন্দর মিশ্রণ। ভারী না হয়েও প্রয়োজনীয় উষ্ণতা দেয়, তাই অফিস, লাঞ্চ ডেট বা ছোটখাটো উৎসব- সব জায়গাতেই পরা যায়। আরামদায়ক উলের কাপড় হওয়ায় ঘরের ভিতরে বা বাইরে- দুই জায়গাতেই পাওয়া যায় সমান স্বস্তি।

ক্লাসিক ডিজাইনকে আধুনিক রঙ দিয়েছে এই এম্ব্রয়ডারি সেট। কারুকাজ করা থ্রেডওয়ার্ক কুর্তাটিকে দেয় সুন্দর টেক্সচার, আর নরম-ফ্লোই পালাজো যোগ করে আরামদায়ক কিন্তু পরিপাটি লুক। শীতে তৎক্ষণাৎ এথনিক সাজ পেতে চাইলে জুতো আর স্টেটমেন্ট কানের দুলের সঙ্গে মিলিয়ে পরলেই হয়ে যাবে।

যাঁরা এম্ব্রয়ডারির চেয়ে প্রিন্ট বেশি পছন্দ করেন, তাঁদের জন্য এই কুর্তা সেট একেবারে উপযুক্ত। উলের ছাপা কাপড় শরীর গরম রাখে, আবার খুব হালকাও- তাই রোজকার বাইরে বেরনো, ঘুরতে যাওয়া বা ক্যাজুয়াল পরার জন্য একদম ঠিক। রঙিন প্রিন্টগুলো শীতের নির্জীব দিনে যোগ করে এক চনমনে উচ্ছ্বাস।

যাঁরা এম্ব্রয়ডারির চেয়ে প্রিন্ট বেশি পছন্দ করেন, তাঁদের জন্য এই কুর্তা সেট একেবারে উপযুক্ত। উলের ছাপা কাপড় শরীর গরম রাখে, আবার খুব হালকাও- তাই রোজকার বাইরে বেরনো, ঘুরতে যাওয়া বা ক্যাজুয়াল পরার জন্য একদম ঠিক। রঙিন প্রিন্টগুলো শীতের নির্জীব দিনে যোগ করে এক চনমনে উচ্ছ্বাস।

এই উল-ব্লেন্ড কুর্তা সেটটি একদম সিম্পল, স্মার্ট- অফিস হোক বা উইকএন্ড, সব জায়গাতেই মানিয়ে যায়। ফিটিং প্যান্ট আর নরম উলের কুর্তি মিলিয়ে তৈরি হয় পরিপাটি ও সবাইকে মানানসই একটি লুক। সঙ্গে একটি শাল বা স্টোল নিলেই তৈরি হয়ে যাবে আরামদায়ক, এলিগেন্ট শীতের সাজ।

এই উল-ব্লেন্ড কুর্তা সেটটি একদম সিম্পল, স্মার্ট- অফিস হোক বা উইকএন্ড, সব জায়গাতেই মানিয়ে যায়। ফিটিং প্যান্ট আর নরম উলের কুর্তি মিলিয়ে তৈরি হয় পরিপাটি ও সবাইকে মানানসই একটি লুক। সঙ্গে একটি শাল বা স্টোল নিলেই তৈরি হয়ে যাবে আরামদায়ক, এলিগেন্ট শীতের সাজ।

যাঁরা ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে একটু লাক্সারি ছোঁয়া রাখতে পছন্দ করেন, তাঁদের জন্য এটি একদম পারফেক্ট। উল-ব্লেন্ড কাপড়টি পরলে নরম আর আরামদায়ক লাগে, আর হালকা এম্ব্রয়ডারি পোশাকে দেয় উৎসবের ছোঁয়া। এরসঙ্গে পালাজো লুকটাকে আরও ব্যালেন্স করে তোলে। শীতের দিনে পারিবারিক অনুষ্ঠান বা মন্দিরে যাওয়া- সব জায়গায়ই মানিয়ে যাবে এই সেট।

যাঁরা ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে একটু লাক্সারি ছোঁয়া রাখতে পছন্দ করেন, তাঁদের জন্য এটি একদম পারফেক্ট। উল-ব্লেন্ড কাপড়টি পরলে নরম আর আরামদায়ক লাগে, আর হালকা এম্ব্রয়ডারি পোশাকে দেয় উৎসবের ছোঁয়া। এরসঙ্গে পালাজো লুকটাকে আরও ব্যালেন্স করে তোলে। শীতের দিনে পারিবারিক অনুষ্ঠান বা মন্দিরে যাওয়া- সব জায়গায়ই মানিয়ে যাবে এই সেট।

আমার বার্তা/এল/এমই