শুভ মধুপূর্ণিমা আজ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০১ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধুপূর্ণিমার তিথি আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এই তিথি শুরু হবে। আগামীকাল শুক্রবার দুপুর ২টা ৫৬ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে। শুক্রবার মধুপূর্ণিমার মূল আয়োজন হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে বিহারে বিহারে গিয়ে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধের উদ্দেশে মধু, মধু মিশ্রিত পায়েস, ফল ও ছোয়েন দান করবেন পুণ্যার্থীরা। এ ছাড়া বুদ্ধপূজা, প্রদীপ, ধূপপূজা, ভিক্ষুকে আহার্য দান, ধর্মীয় সভা ও বুদ্ধ-কীর্তন পরিবেশিত হবে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মধুপূর্ণিমা অন্যতম শুভ তিথি।
বিশেষ করে বর্ষাবাসের দ্বিতীয় পূর্ণিমা তিথি ভাদ্র মাসে এই উৎসব উদযাপন করা হয়। তাই এর অন্য নাম ভাদ্র পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা উৎসব, আনন্দ ও আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে।
এবি/জেডআর