বাড়ছে না মনোনয়নপত্র দাখিলের সময়

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১৬:৩৫ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া কয়েকটি রাজনৈতিক দল মনোনয়ন পত্র দাখিলের সময় বাড়ানোর জন্য নির্বাচন কমিশনে (ইসিতে) আবেদন করে। তবে ইসি একাধিক সূত্র থেকে জানা গেছে, প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের সময় বাড়ছে না।

ফলে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ই থাকছে। নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা সকালে থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও দাখিল করতে পারবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইসির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২৬টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনে সাড়া দিয়েছে। ইসির তথ্য অনুযায়ী বিএনপিসহ ১৮ টি দল এখন পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার কোনো চিঠি দেয়নি কমিশনে। নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪টি।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গর ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২ জন। 


আমার বার্তা/এমই