গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে ডিআরইউ: জিএম কাদের

প্রকাশ : ২৫ মে ২০২৪, ১৩:১৬ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

গণমাধ্যম কর্মীদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ত্রিশ বছরে পদার্পণে প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের প্রতি প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার (২৫ মে) এক অভিনন্দনবার্তায় সংগঠনটির সদস্যদের প্রতিও শুভেচ্ছা জানান তিনি।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, সাফল্যের উনত্রিশ বছর অতিবাহিত করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গণমাধ্যম কর্মীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়ন, সাংবাদিকতার মানরক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাফল্য পেয়েছে ডিআরইউ। ১৯৯৫ সালের ২৬ মে থেকে যারা মেধা ও শ্রম দিয়ে ডিআরইউকে শক্তিশালী সংগঠনে পরিণত করেছে তাদের প্রতিও অভিনন্দন।

তিনি আশা প্রকাশ করে বলেন, ডিআরইউ সাফল্যের পথে আরও এগিয়ে যাবে। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।



আমার বার্তা/জেএইচ