বিটিআরসির নতুন চেয়ারম্যান এমদাদুল বারী

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

মেজর জেনারেল (অব.) মো. এমদাদুল বারী।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. এমদাদুল বারী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে নিয়োগ দেওয়া হয়।

উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ধারা ৭(১) ও ৯(২) অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগপূর্বক চেয়ারম্যান পদে পদায়ন করা হল।’

যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে তিনি বিটিআরসির চেয়ারম্যান থাকবেন।


আমার বার্তা/এমই