নারায়ণগঞ্জ-সাভার-গাজীপুরে পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১৪:৩৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এসব এলাকার প্রায় শতভাগ কারখানা খুলেছে এবং শ্রমিকরাও কাজে যোগদান করেছে। এখানে এখন কোনো অস্থিরতা নেই।

সোমবার (১৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পোশাক কারখানার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, সাভার ও আশুলিয়ায় মোট ৪০৭টি কারখানার মধ্যে ৩টি ছাড়া সকল কারখাানা খুলেছে। বন্ধ ৩ কারখানার মধ্যে ২টি ১৩/১ ধারায় বন্ধ রয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জেও সবগুলো কারখানা ইতোমধ্যে খুলেছে। গাজীপুরে ৮৭১ কারখানার মধ্যে ২টি ছাড়া বাকি কারখানা চালু রয়েছে।


আমার বার্তা/এমই