১৩ গুণীজন পেলেন বাংলা একাডেমি পুরস্কার ও ফেলোশিপ
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ছয় গুণীজনকে বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার দেওয়া হয়েছে। একইসঙ্গে সাত জনকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২৪ দেওয়া হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলা একাডেমির ৪৭তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্ত গুণীজনদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
শিল্পী ফেরদৌস আরার নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠন ‘সুরসপ্তক’-এর পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
এবছর বাংলা একাডেমি পরিচালিত ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২৪’ (মরণোত্তর) পেয়েছেন সদ্য প্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ। এছাড়া ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২৪’ পুরস্কার পেয়েছেন প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ, ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২৪’ পুরস্কার পেয়েছেন শিশুসাহিত্যিক আবু সালেহ, ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২৪’ পুরস্কার পেয়েছেন নাট্যজন নায়লা আজাদ, ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার-২০২৪’ পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক নাসিমা আনিস, সামগ্রিক অবদানের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার-২০২৪’ পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার এবং অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার-২০২৪’-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুমন মজুমদার।
আর বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ-২০২৪ প্রাপ্তরা হচ্ছেন- মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ), রিচার্ড এম ইটন (ইতিহাস), অধ্যাপক ডা. সায়েবা আখ্তার (চিকিৎসাবিজ্ঞান), ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান), সুগত চাকমা (ভাষা গবেষণা), শহিদুল আলম (শিল্পকলা) ও শম্ভু আচার্য (শিল্পকলা)।
েএর আগে সাধারণ সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং একাডেমির সচিব মোহা. নায়েব আলী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অবহিত করেন। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে একাডেমির সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নেন। সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মহাপরিচালক বক্তৃতা করেন।
সারা দেশ থেকে আগত একাডেমির ফেলো, জীবনসদস্য ও সাধারণ সদস্যদের সম্মতিক্রমে ২৫ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত ৪৬তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন ঘোষণা করা হয়।
বাংলা একাডেমির ৪৭তম সাধারণ পরিষদের বার্ষিক সভার কার্যক্রম পরিচালনা করেন, একাডেমির উপ-পরিচালক সায়েরা হাবীব, কাজী রুমানা আহমেদ সোমা, ড. সাহেদ মন্তাজ, রোকসানা পারভীন স্মৃতি এবং সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।
আমার বার্তা/এমই