ঘোষণাপত্র নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে: মাসউদ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:১১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
রাজধানীর শহিদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যূত্থানের ঘোষণাপত্র পাঠ বন্ধ করতে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলামোটর কার্যালয় থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থান আমার ভাইয়ের চোখের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থান। আমরা এই গণঅভ্যুত্থানের পক্ষে ঘোষণাপত্র দিতে চেয়েছি, আমরা রাষ্ট্রকে বলেছি রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদের সহায়তা দেওয়া হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি। সকলে যেন আমাদের এখানে সমর্থন জানায়, আমরা বলেছি যেন প্রত্যেকে যেন এটা গ্রহণ করে কারণ ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল। কিন্তু এই ঐতিহাসিক দলিল যেন আমরা প্রস্তাব করতে না পারি সে ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে। তবে আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করেছি।
মাসউদ বলেন, সরকার আমাদের এই ঘোষণাপত্রের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র-জনতা অবশ্যই আমরা শহীদ মিনার একত্রিত হব। আমরা আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দিয়েছি আমরা শহীদ মিনারে বিপ্লবী জনতা একত্রিত হব। আমাদের সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। আমরা এদেশের মানুষের উদ্দেশ্যে বলবো এই প্রক্লেমেশন যেন আমরা করতে না পারি সে জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সরকার বলেছে সকলের পক্ষ থেকে তারা ঘোষণাপত্র দিবে। কিন্তু আমরা আগামীকাল প্রক্লেমেশনের পক্ষে সারাদেশের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই।
আমার বার্তা/জেএইচ