স্থানীয় সরকার সংস্কার কমিশনে নাগরিক কমিটির ১৫ সুপারিশ
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার সংস্কার কমিশনের কাছে ১৫ দফা লিখিত সংস্কার সুপারিশ হস্তান্তর করেছে জাতীয় নাগরিক কমিটি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনের চার সদস্যের একটি প্রতিনিধি দল স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে এই সুপারিশ হস্তান্তর করে।
এতে জেলা সরকার, রিকল ব্যবস্থা সংযোজন, মনোনয়ন বাণিজ্য ঠেকানোর লক্ষ্যে দলীয় প্রতীকে নির্বাচন ব্যবস্থা বাতিলসহ গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ করা হয়।
এসময় কমিশনের পক্ষে কমিশন প্রধান ড. তোফায়েল আহমেদ উপস্থিত থেকে লিখিত প্রস্তাব গ্রহণ করেন। জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, নির্বাহী সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ, কেন্দ্রীয় সংগঠক এবং ক্রাইসিস রেসপন্স সেল সম্পাদক আলী নাসের খান, সহ-মুখপাত্র তাহসিন রিয়াজ।
আমার বার্তা/এমই