অর্থের লোভ দেখিয়ে যেন আপোষ মীমাংসা করতে না পারে: সমাজকল্যাণ উপদেষ্টা
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এলাকায় গৃহকর্মী কল্পনা (১৩) নির্যাতনের ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং কোন অর্থের লোভ দেখিয়ে যেন আপোষ মীমাংসা করতে পারে সে বিষয়ে তার বাবা-মায়ের প্রতি আহ্বান জানান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালের দিকে নির্যাতিত গৃহকর্মী কল্পনা কে দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গৃহকর্মী কল্পনাকে যারা নির্যাতন করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।গৃহকর্মী কল্পনার বাবা মাকে উদ্দেশ্য করে তিনি বলেন, দোষী ব্যক্তিরা যদি কোন অর্থের লোভ দেখায় যদি মীমাংসা করতে চায় তাহলে যেন তাদের সাথে কোন আপস মীমাংসা না করেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার পরিবারের হাতে ২৫ হাজার টাকার একটি চেক তুলে দেন এবং গৃহ কর্মী কল্পনার লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ করেন।এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকেও তাকে সহায়তা করা হবে।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ আরও বলেন,ধর্ষন এবং নির্যাতনের শিকার হয়ে যারা আসেন তাদেরকে কিভাবে আমরা আইনি সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি সে বিষয়ে অধীনস্থদের নির্দেশ দেন। এই ক্ষেত্রে এইখানে যারা চিকিৎসা নিতে আসবে তাদের খোঁজখবর নেয়ার নির্দেশও দেন তিনি।
গৃহকর্মী কল্পনার বাবা শহীদ মিয়া জানান, আমার মেয়েকে চার বছর আগে আমি এই বাসায় তার খালার মাধ্যমে কাজে দিয়েছিলাম। কিন্তু ওই বাসায় যাওয়ার পর থেকে আমাদের সাথে সেভাবে যোগাযোগ করতে দিত না দেখাও করতে দিত না। এরপর জানতে পারলাম আমার মেয়েকে ওই বাসার গৃহ কর্ত্রী দিনাত জাহান আদর নির্মমভাবে আমার মেয়েকে নির্যাতন চালিয়েছে।আমার মেয়েকে মুখে,হাতেপায়ে, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে বেত্রাঘাত ও আগুনের ছেঁকা দিয়ে নির্মম ও অমানবিক নির্যাতন করেছেন।পরে পুলিশ তার মেয়েকে উদ্ধার করে এবং ঢাকা মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা করে। প্রায় সাড়ে তিন মাস ঢাকা মেডিকেলে চিকিৎসার সুস্থ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, হাসপাতালে বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. বিধান সরকার,সহকারি পরিচালক ডা. আব্দুর রহমান,ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের চিকিৎসক ডা.সাবিহা ইয়াসমিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য,গত বছরের ১৯ অক্টোবর ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে গৃহকর্মী কল্পনাকে আহত অবস্থায় উদ্ধার করে এবং গৃহকর্ত্রী দিনাত জাহানকে আটক করে। পরে এই ঘটনায় গৃহকর্মী কল্পনার মা আফিয়া বেগম বাদী হয়ে ভাটারা থানা একটি মামলা দায়ের করেন।মামলায় গৃহকর্ত্রী দিনাত জাহান আদরকে গ্রেপ্তার করে।
আমার বার্তা/এম রানা/এমই