জাপান সরকারের গ্রাস রুটস হিউম্যান সিকিউরিটি প্রকল্পের আওতায় অর্থ সহায়তা প্রদান

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১১:৪৪ | অনলাইন সংস্করণ

  রানা এস এম সোহেল:

গ্রাস রুটস হিউম্যান সিকিউরিটি প্রকল্পের আওতায় দুই প্রকল্পের জন্য প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা সহায়তা করছে জাপান সরকার। বাংলাদেশি দুটি বেসকারি সংস্থাকে (এনজিও) এই অনুদান দেওয়া হচ্ছে।

রোববার (১৬ মার্চ) ঢাকার জাপান দূতাবাসে দুই এনজিও-এর কর্মকর্তাদের সঙ্গে অনুদান সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

জাপান দূতাবাস জানায়, জাপান সরকার বাংলাদেশের দুটি এনজিও কে ১৩৫,২৩৭ মার্কিন ডলার বা প্রায় ১কোটি ৬৬ লক্ষ টাকা অনুদান প্রদান করে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মিঃ সাইদা শিনিচি, জাপান দূতাবাসে সংশ্লিষ্ট সংস্থাগুলির প্রতিনিধিদের সাথে এ বিষয়ে 'অনুদান চুক্তি' স্বাক্ষর করেন।

রোহিঙ্গা ক্যাম্প ২৪-এর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে সুবিধা এবং চিকিৎসা সরঞ্জামের উন্নতির প্রকল্পের জন্য মেডগ্লোবাল ইনকর্পোরেটেডকে ৫৭,৮৩৫ মার্কিন ডলার অনুদান প্রদান করা হয়েছে। মেডগ্লোবাল ইনকর্পোরেটেড বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের মধ্যে স্থিতিস্থাপকতা তৈরির জন্য জরুরি প্রতিক্রিয়া এবং স্বাস্থ্য কর্মসূচি প্রদান করে। GGHSP তহবিলের সহায়তায়, মেডগ্লোবাল ইনকর্পোরেটেড প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে (PHC) ১টি অটোক্লেভ মেশিন (উচ্চ-চাপ বাষ্প জীবাণুমুক্তকারী), ১টি জেনারেটর, ১টি ডিজিটাল আল্ট্রাসনিক ডায়াগনস্টিক ইমেজিং সিস্টেম, ২টি বিপি মেশিন এবং ১টি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ এবং ইনস্টল করবে এবং কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্প ২৪-এ উচ্চমানের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য সীমানা বেড়া, রোগীর অপেক্ষার শেড এবং রোগীর অপেক্ষার স্থানের জন্য একটি ছাদ নির্মাণ করবে, যার ফলে স্থানীয় চিকিৎসা পরিবেশ এবং রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সম্প্রদায়ের স্বাস্থ্যের উন্নতি হবে।

এছাড়াও বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় একটি কমিউনিটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য প্রশিক্ষণ সহায়তা ও গ্রামীণ উন্নয়ন বেসরকারি সংস্থা তারাঙ্গো কে ৭৭,৪০২ মার্কিন ডলার অনুদান প্রদান করা হয়েছে। হস্তশিল্প, নারী উদ্যোক্তা উন্নয়ন, সঞ্চয় এবং ক্ষুদ্রঋণ ইত্যাদি কর্মসূচির মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রচারে তারাঙ্গো অবদান রাখছে। GGHSP তহবিলের সহায়তায়, তারাঙ্গো একটি দুই তলা বিশিষ্ট কমিউনিটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র নির্মাণ করবে এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য ৭টি সেলাই মেশিন সংগ্রহ ও স্থাপন করবে, যাতে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে নারীদের জন্য সামাজিক পরিষেবা এবং বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করা যায়।

 


আমার বার্তা/এমই