এসএমএসের মাধ্যমেও সমন জারি করা যাবে: পরিবেশ উপদেষ্টা

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১৭:০৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

এখন থেকে টেলিফোন, এসএমএস বা অন্যান্য যে মডার্ন ডিভাইস আছে তার মাধ্যমে সমন জারি করা যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পরিবেশ উপদেষ্টা বলেন, বিচার কার্যক্রম অনেকাংশেই সেকেলে রয়ে গেছে। বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে এখন থেকে সমন জারি টেলিফোনের মাধ্যমে, এসএমএস বা অন্যন্য যে মডার্ন ডিভাইস আছে তার মাধ্যমে করা যাবে। আর মামলা হলে অভিযুক্তকে ই-মেইল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাঠানো হবে।

তিনি বলেন, বিচার বিভাগ কমিশন সংস্কার কমিশন আমাদের সিভিল প্রসিডিওর কোডে কিছু কিছু পরিবর্তন আনার সুপারিশ করেছিলেন, তারই আলোকে আমরা ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি।

তিনি আরও বলেন, আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে, কারও সঙ্গে শত্রুতা করতে হলে একটা ল্যান্ড মামলা দিয়ে দাও, তাহলে তিন জেনারেশনে আর মামলা শেষ হবে না। সেই তিন জেনারেশন যেন না লাগে, এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায় সে জন্য সিসিপির কিছু সংশোধনী আনা হয়েছে। যাতে করে যারা বিচারপ্রার্থী তাদের সময় ও টাকা কম লাগে।

পরিবেশ উপদেষ্টা বলেন, আগে একটা মামলা রায় হয়ে গেলে আবার জারি মোকাদ্দমা করতে হতো মামলার রায় বাস্তবায়ন করার জন্য। এখন বলা হচ্ছে, যখন রায় দেওয়া হবে তখন রায়ের মধ্যে এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেওয়া হবে।


আমার বার্তা/এমই