ভেটিং-সাপেক্ষে সরকারি চাকরি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১৫:৪২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫— চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (০৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫— চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

ওআইসি লেবার সেন্টারের সংবিধিতে স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

এর আগে সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক  অনুষ্ঠিত হয়।


আমার বার্তা/এমই