জুলাই শহীদদের কাছে আমরা ঋণী: আদিলুর রহমান

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১৭:৩৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জুলাই শহিদ, আহত ও অংশগ্রহণকারীদের অবদানের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় ‘জুলাই স্মৃতি উদ্যান’ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে যান তিনি।

আদিলুর রহমান খান বলেন, জুলাই শহিদ, আহত ও অংশগ্রহণকারীদের সারাজীবন মনে রাখতে হবে। তাদের অবদানের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে—এ নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা তো বটেই, পরবর্তী সরকারগুলোকেও এটা মনে রাখতে হবে। বাংলাদেশের মানুষও এটাই চায়।

স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামে একটি স্মৃতিস্তম্ভ অবশ্যই লাগবে। কোথায় হবে তা নিয়ে আলোচনা চলছিল। যেহেতু এই পার্ক শহিদদের নামে, তাই মাঝখানে স্মৃতিস্তম্ভ করার চিন্তা করা হয়েছে। এর জন্য একটি সুন্দর নকশা তৈরির পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাদের মতামত নিয়েই স্থাপনাটি এমন স্থানে করা হবে, যাতে চট্টগ্রামের শহিদদের স্মৃতি অম্লান থাকে।

এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এমই