আসিফ নজরুলকে ক্ষমা চাইতে বললেন বিএনপিপন্থী চিকিৎসকরা

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১:০২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

চিকিৎসকদের নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলের একটি মন্তব্যকে কেন্দ্র করে চরম ক্ষোভ প্রকাশ করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক বিবৃতিতে বলেছেন, ড. আসিফ নজরুল চিকিৎসকদের নিয়ে ‘অবমাননাকর’ বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন, এমন বক্তব্য চিকিৎসকদের পেশাদারিত্ব, মানবিকতা ও আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করে।

 বিবৃতিতে বলা হয়, একজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে এ ধরনের মন্তব্য দুঃখজনক। তা শুধু চিকিৎসকদের মর্যাদাকেই খাটো করে না, বরং পুরো স্বাস্থ্যখাতের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন করে।

ড্যাব বলছে, দেশের চিকিৎসকরা সীমিত সুযোগ-সুবিধা ও উপযুক্ত বেতন-ভাতা না পেয়েও নিরলসভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। গ্রাম থেকে শহর পর্যন্ত, দুর্যোগ থেকে মহামারি—সব জায়গায় চিকিৎসকদের অবদান অনস্বীকার্য। কোভিড-১৯ থেকে শুরু করে ডেঙ্গু পরিস্থিতি পর্যন্ত অনেক চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, অনেকে প্রাণও দিয়েছেন।

বিবৃতিতে ড্যাবের নেতারা আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় চিকিৎসকরা পুলিশের বাধা ও হয়রানির মাঝেও আন্দোলনে আহত ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। জীবন ও চাকরির ঝুঁকি নিয়ে তারা সেবার হাত বাড়িয়েছেন। সেই চিকিৎসকদেরই যদি কোনো উপদেষ্টা অপমান করেন, তবে তা মেনে নেওয়া যায় না।

তারা বলেন, গঠনমূলক সমালোচনা অবশ্যই গ্রহণযোগ্য। কিন্তু তা যেন হয় তথ্যনির্ভর, দায়িত্বশীল ও সম্মানজনক। চিকিৎসকদের নিয়ে অযথা অপমানজনক মন্তব্য করলে তা শুধু ব্যক্তিগত নয়, বরং গোটা চিকিৎসা পেশাকে আঘাত করে।

ড্যাবের দাবি, ড. আসিফ নজরুলকে অবশ্যই তার মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে এবং সেই সঙ্গে দুঃখপ্রকাশ করে ক্ষমাও চাইতে হবে। তা না হলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা।

তারা বলেন, হাজারো সৎ ও নিবেদিতপ্রাণ চিকিৎসক প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন। তাদের সম্মানহানিকর কোনো বক্তব্য মেনে নেওয়া হবে না।

ড্যাব জানিয়েছে, তারা স্বাস্থ্যসেবার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে। তবে চিকিৎসকদের মর্যাদা নিয়ে কোনো আপস করবে না। পেশার সম্মান রক্ষায় প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যাবে সংগঠনটি।

বিবৃতিতে ড্যাবের পক্ষ থেকে আরও বলা হয়, তরুণদের মধ্যে যদি এই পেশা নিয়ে বিরূপ মনোভাব সৃষ্টি হয়, তবে তা দেশের ভবিষ্যৎ স্বাস্থ্যসেবার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই চিকিৎসকদের নিয়ে হীন মন্তব্য করা শুধু একটি পেশাকে নয়, একটি জনগোষ্ঠী ও রাষ্ট্রীয় অবকাঠামোকেও আঘাত করে।

তারা আবারও আহ্বান জানিয়েছেন, ড. আসিফ নজরুল যেন তার বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা চান।


আমার বার্তা/জেএইচ