‘মাছে ভাতে বাঙালি’ ঐতিহ্য ধরে রাখতে হবে: বিজিবি মহাপরিচালক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৫:৩৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫’ কর্মসূচির সফল বাস্তবায়নে বিজিবি সদর দপ্তর, পিলখানায় ‘বিজিবির মৎস্য সপ্তাহ-২০২৫’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ ঐতিহ্য ধরে রাখতে হবে।  এই ঐতিহ্যকে সমুন্নত রাখতে দেশি মাছ চাষ অপরিহার্য। এর মাধ্যমে আমিষের ঘাটতি পূরণ হবে, গড়ে উঠবে মেধাসম্পন্ন জাতি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে ‘বিজিবির মৎস্য সপ্তাহ-২০২৫’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, আমরা ঐতিহ্যগতভাবে মাছে ভাতে বাঙালি। আমাদের আমিষের চাহিদার ৬০ শতাংশ মাছ থেকে আসে। মাছের আমিষ অন্য যেকোনো প্রাণীজ আমিষের চেয়ে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং স্বাস্থ্যের জন্য উপকারী। শুধু আমিষের ঘাটতি পূরণই নয়, মাছ চাষ আয়বর্ধক কর্মসংস্থানেরও একটি অন্যতম উৎস।

বিজিবি মহাপরিচালক দেশের প্রতিটি স্থাপনায় থাকা পুকুর ও জলাশয় সংস্কার করে সেখানে মাছ চাষের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিজিবির প্রতিটি সদস্যকে দেশের সকল মহৎ কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।


আমার বার্তা/এমই