ঢাকাস্থ চীনের ভিসা অফিস বন্ধ থাকবে ৮ দিন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজধানী ঢাকায় অবস্থিত চীনের ভিসা অফিস আট দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকাস্থ চীনা দূতাবাস।
চীনের জাতীয় দিবসসহ অন্যান্য ছুটিতে আট দিন দেশটির ঢাকার ভিসা অফিস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর সাময়িকভাবে ঢাকায় অবস্থিত চীনের ভিসা অফিস বন্ধ থাকবে এবং ৯ অক্টোবর থেকে পুনরায় চালু হবে।
নিয়মিত কর্মদিবস হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর ঢাকাস্থ চীনের ভিসা অফিস যথারীতি খোলা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আমার বার্তা/জেএইচ