তথ্য অধিকার আইনের দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ অন্তর্বর্তী সরকার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

তথ্য অধিকার আইনের দৃষ্টান্ত স্থাপনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফেতাখারুজ্জামান।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে তথ্য অধিকার আইন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ সব কথা বলেন।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকারি তথ্য কোন কর্মকর্তার নয়। সেই তথ্য জনগণের জানার অধিকার রয়েছে। সরকারের দায়িত্বশীলদের গোপনীয়তার বজায় রাখার প্রবণতার পরিবর্তন না হলে তথ্য অধিকার আইনের সুফল মিলবে না।
এসময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা প্রয়োজন।
তিনি জানান, আগামী নির্বাচন ঘিরে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আয় ব্যয় বিবরণী জনগণের কাছে প্রকাশের প্রস্তাব করা হয়েছে।
এরআগে, শনিবার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, ‘রাষ্ট্র সংস্কারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হলেও তথ্য কমিশন কার্যকর করা ও তথ্য অধিকার আইনের প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কোনো উদ্যোগ নেয়নি। নাগরিক সমাজ এ ব্যাপারে বিভিন্ন সময়ে গণমাধ্যমে বিবৃতি প্রদানসহ অন্তর্বর্তীকালীন সরকারকে সুপারিশ প্রদান করার পরও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জনগণের তথ্য জানার অধিকার রক্ষার প্রতি সরকারের এই দৃশ্যমান উদাসীনতা দুর্ভাগ্যজনক-যা এই সরকারের অন্যতম একটি ব্যর্থতা। সরকারের এ ব্যর্থতার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে কমিশন গঠনের আহ্বান জানাচ্ছি।’
আমার বার্তা/এমই