নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে: বদিউল আলম
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১৫:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। নির্বাচন ও রাজনৈতিক দল থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে। নির্বাচন কমিশনকে স্বাধীন ও কার্যকর করা দরকার। তাই একটি কার্যকর তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা অপরিহার্য।
শনিবার (১১ অক্টোবর) এফএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. বদিউল আলম বলেন, আমি আশা করি রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। গণভোট ও জাতীয় নির্বাচন একদিনেই হবে কিনা, এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে সুপারিশ করবে। তবে সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে।
তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষরের পর পরবর্তী সরকার যদি এটি বাস্তবায়ন না করে, তাদের পরিণতিও বর্তমান সরকারের মতো হবে। ক্ষমতার পালাবদল হলেও দুর্নীতির পালাবদল যেন না হয়। দেশে গণতন্ত্রের সুরক্ষা, সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচিত সরকারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য।
তিনি আরও বলেন, গণভোট যেন দেশের মানুষের সম্মতি পায়, গণভোটে যেন ‘হ্যাঁ’ ভোট আসে, সেজন্য সর্বশক্তি নিয়োগ করতে হবে। বর্তমান সরকার স্বৈরাচারী ব্যবস্থা রেখে গেছে। জুলাই জাতীয় সনদ পাশের মাধ্যমে সেই কাঠামোর সংস্কার দরকার।
সুজন সম্পাদক বলেন, গণভোটের বিষয়ে ইসির সঙ্গে আলোচনার মাধ্যমে সরকারেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন, যদিও রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পূর্ণ ঐক্যমত্য নেই, তবুও গণভোটের সুযোগ রয়েছে।
আমার বার্তা/এমই