যুব সমাজ এক হলে কোনো বাধাই তাদের থামাতে পারে না: আসিফ মাহমুদ
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৮:১০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে আজকের যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যখন কোন সময় দেশের যুব সমাজ একত্রিত হয় তখন কোনো বাধাই তাদের থামাতে পারেনা। আমাদের যুব সমাজরা শুধু নিজস্ব উদ্যোগেই সীমাবদ্ধ নয়, তারা টেকসই, রিসাইক্লিন, কৃষি ও ডিজিটাল সহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ৬৪ জেলার যুব সংগঠনের মাঝে যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণকালে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, এ অনুদান সংগঠনগুলোর কার্যক্রমকে আরো বেগবান করবে। যুবসমাজের ইতিবাচক অংশগ্রহণ দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, আজকের যুবকরাই আগামী প্রজন্মের অনুপ্রেরণা। তারা দেশকে দুর্নীতিমুক্ত করবে এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে অবদান রাখবে।’
অনুদান প্রাপ্ত যুব সংগঠকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, প্রাপ্ত অনুদানের অর্থ কাজে লাগানোর মাধ্যমে এ দেশের সামাজিক উন্নয়নে যুব সমাজ ব্যাপক ভূমিকা রাখবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ন সচিব জোবায়ের আহমেদ, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা ও সংগঠক ডা. মামুনুর রশীদ।
এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে যুব উন্নয়ন অধিদফতরের তালিকাভুক্ত প্রায় ২৪ হাজার যুব সংগঠন রয়েছে। তাদের মধ্যে বাছাই করে ১ হাজার ৫০টি সংগঠনকে মোট ৫ কোটি ৪১ লাখ টাকা যুব কল্যাণ তহবিল থেকে এককালীন অনুদান বিতরণ করা হয়েছে। এখানে ৬৪ জেলার ৬৪ সংগঠনকে ৭৫ হাজার টাকার চেক ও বাকিদের নিজ নিজ জেলা থেকে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
আমার বার্তা/এমই