এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৪:৪৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচনী বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় ন্যাশনাল কনজারভেটিভ পার্টিকে (এনসিপি) ওই প্রতীক বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই। কমিশন নিজ বিবেচনায় অন্য প্রতীক নির্ধারণ করে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে বলে জানান তিনি।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এ তথ্য দেন।
আখতার আহমেদ বলেন, 'শাপলা প্রতীক নিয়ে কমিশনের আগের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বিকল্প প্রস্তাব বা নতুন আবেদন কমিশনের কাছে আসেনি।'
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন পূর্ববর্তী আলোচনাগুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যথেষ্ট সময় নিয়ে সংলাপ করেছে। আরপিও সংশোধনের আগে কমিশন সব দিক বিবেচনা করেছে এবং কোনো সাংঘর্ষিক বিষয় পাওয়া যায়নি। তাই অনুমাননির্ভর মন্তব্য করা ঠিক হবে না।
আরপিও সংশোধন প্রসঙ্গে সচিব জানান, কমিশন প্রস্তাবিত পরিবর্তনগুলোকে পাঁচটি দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করেছে- যেগুলো স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার মানদণ্ডে সঙ্গতিপূর্ণ, যেগুলো ভাষাগত বা সংখ্যাগতভাবে সামান্য সংশোধনযোগ্য, যেগুলো রাজনৈতিক ঐকমত্য ছাড়া সম্ভব নয়, যেগুলো বিদ্যমান আইনে ইতোমধ্যে নির্ধারিত, এবং যেগুলো কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনের উপযুক্ত বলে মনে হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, 'কমিশন আইন ও বিধিমালার সীমার মধ্যে থেকেই প্রতিটি সিদ্ধান্ত নিচ্ছে। কোনো দল বা ব্যক্তির জন্য আলাদা ব্যতিক্রম করা সম্ভব নয়।'
আমার বার্তা/জেএইচ
