অনশন ভেঙে তারেককে আপিল করার আহ্বান ইসি সচিবের

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৬:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

‘আমজনতার দল’র নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমানকে অনশন ভেঙে আপিলের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। 

রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, “আপিল, সংশোধনী, পরিমার্জন বা সময় বর্ধন—এসব তো প্রচলিত প্রক্রিয়া। নিশ্চয়ই তারা বিষয়টি বিবেচনায় নেবেন। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয়।”

তিনি বলেন, “আইনগতভাবে আমাদের দিক থেকে যতটুকু বলা প্রয়োজন, আমরা তা চিঠির মাধ্যমে জানিয়েছি। এখন তারা চাইলে আপিল করতে পারেন, এবং যেসব ঘাটতি আছে, তা পূরণ করতে পারেন।”

ইসির সিনিয়র সচিব আরও বলেন, “নিবন্ধন আবেদন  নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায়। আর দলটি কিছু জায়গায় বলছে, তারা তাতে একমত নয়। সেটি স্বাভাবিক। সেক্ষেত্রে তারা পুনর্বিবেচনা বা সংশোধনের জন্য আবেদন করতে পারে। আবেদন করলে কমিশন তা বিবেচনা করবে কিনা, সেটি পরবর্তী বিষয়।”

তিনি বলেন, “আমি মনে করি, কেউ যদি কোনও বিষয়ে সংক্ষুব্ধ থাকেন, তিনি যেকোনও সময় পুনর্বিবেচনার আবেদন করতে পারেন।”

আমজনতার দল’র সদস্য সচিব তারেক রহমান কোন কর্তৃপক্ষের কাছে আপিল করবে এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “সচিবালয় থেকেই সাধারণত এই প্রক্রিয়া হয়, কারণ চিঠিপত্র সচিবালয় থেকে যায়। আপিল করলে তা সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর যাবে। নির্দিষ্ট সময়সীমা আমি বলছি না। আপিল আপনি চাইলে এখন, এমনকি আগামীকালও করতে পারেন। এটা পুরোপুরি তাদের সিদ্ধান্ত।”

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ নভেম্বর) চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি এলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে। সেদিন দল নিবন্ধনের তালিকা থেকে ছিটকে পড়ে তারেক রহমানের 'আম জনতার দল'। এরপর বিকেল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূলক ফটকে অনশনে বসে যান দলটির সদস্য সচিব তারেক রহমান।


আমার বার্তা/এমই