
বাংলাদেশ অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ড. মির শাহ আলম। গত সোমবার (১০ নভেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
ড. মির শাহ আলম বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক, দক্ষিণ এশিয়া রেডিও ক্লাবের প্রধান উপদেষ্টা, আখাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয় ও প্রাক্তন ছাত্র সমিতির বর্তমান সভাপতি, স্কাউট নেতা, রোটারি ক্লাবের সভাপতি, সিলেট ডায়াবেটিক সমিতির সদস্য, জালালাবাদ রোটারি ও হাসপাতালের সদস্যসহ অসংখ্য সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
অ্যাসোসিয়েশনের সহসভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক অহংকর কুমার চৌধুরী। বাংলাদেশ অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন ১১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়।
সংগঠনের মূল লক্ষ্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করা এবং রেডিও যন্ত্রপাতি ব্যবহার করে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা, যখন প্রচলিত টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। পাশাপাশি অ্যাসোসিয়েশনটি রেডিও পরিচালনায় আগ্রহীদের প্রশিক্ষণ দিয়ে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি ও দুর্যোগকালীন জরুরি যোগাযোগ সক্ষমতা উন্নয়নে কাজ করছে।
সর্বোপরি, বাংলাদেশ অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন দেশে রেডিওর চর্চা বৃদ্ধি ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আমার বার্তা/এমই

