এনসিপির নিবন্ধন চূড়ান্ত, ডেসটিনির রফিকুলের দল নিয়ে আপত্তি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৮:৫২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকায় রয়েছে তরুণদের আলোচিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ডেসটিনির কর্ণধার রফিকুল আমীনের দল বাংলাদেশ আম জনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্ক্সবাদী)। দলগুলোর ব্যাপারে কারো দাবি-আপত্তি থাকলে তা জানাতে বলেছিল নির্বাচন কমিশন। বাকি দুটি দলের ব্যাপারে কোনো আপত্তি না এলেও ডেসটিনির রফিকুল আমীনের দল নিয়ে জোরালো আপত্তি জানিয়েছেন অনেকেই।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ইসি সূত্র বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত ৪ নভেম্বর ইসি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দাবি-আপত্তি চেয়ে ১২ নভেম্বর পর্যন্ত সময় দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। তিন দলের মধ্যে শুধু বাংলাদেশ আম জনগণ পার্টির বিরুদ্ধে প্রায় ১০ থেকে ১৫টি দাবি-আপত্তি এসেছে। আমরা কমিশনে ফাইল দিয়েছি। কমিশন এখন সিদ্ধান্ত নেবে।

সূত্র আরও জানায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) ব্যাপারে কোনো দাবি-আপত্তি না থাকায় তাদের নিবন্ধন চূড়ান্ত হয়ে গেছে। শুধু কমিশন অনুমোদনের অপেক্ষায়।

এর আগে গত ৪ নভেম্বর বিকেলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, আমরা তিনটা দলের সঠিকতা পেয়েছি। এই তিনটা দলের ব্যাপারে নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে কমিশন মনে করেছে যে, এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারে। তাদের ব্যাপারে পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দেব অভিমতের জন্য। ১২ তারিখের ভেতরে আমরা এই অভিমতের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি। এই নির্ধারিত সময়ের মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ৪ নভেম্বর জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিল-, ‘হ্যান্ডশেক’ মার্কায় বাংলাদেশ আম জনগণ পার্টি, ‘শাপলা কলি’ মার্কায় এনসিপি ও ‘কাঁচি’ মার্কায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাসী) নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে। ওই দলগুলোর বিরুদ্ধে কারও কোনো দাবি আপত্তি থাকলে ১২ নভেম্বরের মধ্যে জানাতে হবে।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫৩টি। স্থগিত রয়েছে আওয়ামী লীগ; বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপি নিবন্ধন।


আমার বার্তা/এমই