দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে: দুদক চেয়ারম্যান
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১৬:২৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে ভবিষ্যতে কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
মঙ্গলাবার (২৫ নভেম্বর) দুদকের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে কেউ দুদককে প্রভাবিত করার চেষ্টা করলে বা চাপ দিতে চাইলে, যারা দুদককে চাপ দেবে আমরা তাদের নাম প্রকাশ করব।’
এ সময় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ ও সচিব মোহাম্মদ খালেদ রহীম এ সময় উপস্থিত ছিলেন।
দুদক এখনো নখদন্তহীন বাঘ কি না, এমন এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘দাঁত যতটা তীক্ষ্ণ হবার দরকার ছিল, ততটা তীক্ষ্ণ এখনো হয়নি। নখও পুরোপুরি গজায়নি। মাঝামাঝি একটা পর্যায়ে আছে। আমরা সেই জায়গাটি উন্নতি করার চেষ্টা করছি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা যাচাই-বাছাইয়ে দুদক কোনো কমিটি করবে কি না এমন প্রশ্নে মোমেন বলেন, ‘নির্বাচনের সময় খুব সংক্ষিপ্ত, হলফনামা যাচাই-বাছাই বেশ সময়সাপেক্ষ। তবে গণমাধ্যমকর্মীরা যদি সহায়তা করে বা আমাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে, তবে সেটি আমরা যাচাই-বাছাই করব।’
আমার বার্তা/এমই
