সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১১:৪৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার পিলখানায় বিজিবির ৫ ব্যাটালিয়নের মাঠে আয়োজিত নির্বাচন কেন্দ্রিক মক এক্সারসাইজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সিইসি জানান, বিজিবির মহড়া নির্বাচনী বাস্তবতা বিবেচনায় অত্যন্ত সুচারুভাবে সাজানো হয়েছে। নির্বাচনে সাধারণত যেসব পরিস্থিতি দেখা যায় এবং যেভাবে দায়িত্ব পালন করতে হয়—সবকিছু মাথায় রেখে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। তাঁর ভাষায়, নির্বাচনী দায়িত্ব প্রতিনিয়ত আসে না, তাই প্রতিটি বাহিনীকেই বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। সীমান্ত রক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি বিজিবির এই অনুশীলন নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ সহায়ক হবে।
তিনি আরও জানান, পুলিশ ১৩০টি কেন্দ্রে নির্বাচনভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে, আনসার–বিডিবির মহড়াও ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে। প্রতিটি বাহিনী নিজস্ব উপায়ে সদস্যদের প্রস্তুত করছে, যা নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন সিইসি। তাঁর মতে, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী ও ১৩ কোটি ভোটার সবাই মিলেই একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এটি এখন আগের তুলনায় অনেক ভালো, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের অস্থিরতার সময়ের তুলনায় পরিস্থিতি অনেক স্থিতিশীল। ভোটের তারিখ কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উন্নত হবে বলেও তিনি আশা করেন। তিনি জানান, ৩০ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ডেপ্লয়মেন্ট কৌশল চূড়ান্ত করা হবে। সেনাবাহিনী মোতায়েনের ক্ষেত্রে যথাযথ যাচাই–বাছাইয়ের প্রয়োজন হবে, কারণ তারা কন্টিনজেন্ট আকারে দায়িত্ব পালন করে।
একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন প্রতিহতের ঘোষণার বিষয়ে প্রশ্ন করলে সিইসি বলেন, এ ধরনের ঘোষণার বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তাঁর মতে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ভোটার, সাংবাদিক ও সাধারণ মানুষকেও সহযোগিতার মানসিকতা দেখাতে হবে।
সরকারের উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটি সরকারের নীতিনির্ধারণী বিষয়; নির্বাচন কমিশন আইন অনুযায়ী নিজের দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, ঝুঁকি মূল্যায়ন অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে সেভাবেই বাহিনী মোতায়েন করা হবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে তাদের ১,২১০ প্লাটুন দায়িত্ব পালন করবে। সন্দীপ, হাতিয়া ও কুতুবদিয়া ছাড়া সব উপজেলাতেই বিজিবি মোতায়েন থাকবে। সীমান্তবর্তী ১১৫টি উপজেলার মধ্যে ৬০টিতে বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।
মক এক্সারসাইজে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এল/এমই
