অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার বিষয়ে বিদেশি চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৭:০৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার বিষয়ে বিদেশিদের কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হবে বলেও মনে করেন তিনি।

বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে চাপ আছে কিনা, বিশেষ করে পশ্চিমা দেশের জানতে চান এক সাংবাদিক। জবাবে তৌহিদ হোসেন বলেন, চাপ নেই।  

সম্প্রতি ঢাকা সফর করে গেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে। তিনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে গেছেন। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নির্বাচন কিভাবে হবে না হবে এটার ব্যাপারে প্রফেসর ইউনূস ধারণা দিয়েছেন। বাকিটুকু নির্বাচন কমিশনের বিষয়। এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। উনি আসলে নির্বাচন উপলক্ষে এসেছেন। তারা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে, অংশগ্রহণভাবে শেষ হবে, এটাই আমরা বিশ্বাস করি এবং সেখানে তারা এবং আরও অনেকে ইউরোপীয় ইউরিয়ন থেকে পর্যবেক্ষক আসবে এবং নির্বাচন দেখবে। আমরা আশা করি যে, আমরা এতটুকু ব্যবস্থা করতে পারব নির্বাচনে যাতে তারা সন্তুষ্ট হয়ে যান।

মিয়ানমারের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর কারণ জানতে চাইলে উপদেষ্টা বলেন, কেন পাঠাবো এটা হলো প্রথম প্রশ্ন। এই নির্বাচনে দিয়ে আমি মনে করি না আমাদের কোনো ধরনের কোনো অগ্রগতি হবে। নির্বাচন তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তারা নির্বাচন যেভাবে করার করুক। আমাদের পর্যবেক্ষক পাঠানোর কোনো দরকার নাই।  


আমার বার্তা/এমই