মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোট দিতে উদ্বুদ্ধ করেছে হাইকমিশন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ হাইকমিশন এবং অগ্রণী রেমিট্যান্স এসডিএন বিএসডি-এর যৌথ উদ্যোগে সম্প্রতি মালয়শিয়ার জোহর রাজ্য প্রবাসী বাংলাদেশি কর্মীদের মাঝে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ এবং বিভিন্ন সঞ্চয় ও বিমা প্রকল্পে অংশগ্রহণের বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মালয়শিয়ায় নিযুক্ত হাইকমিশনার, দূতাবাসের কর্মকর্তারা এবং অগ্রণী রেমিট্যান্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত কর্মীদের মাঝে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সুবিধা এবং বিভিন্ন সঞ্চয় ও বিমা প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন।
পরে হাইকমিশনার অগ্রণী রেমিট্যান্স এসডিএন বিএইচডির অফিস পরিদর্শন করেন।
এ সময় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের আসন্ন জাতীয় নির্বাচনে ভোট প্রদানের লক্ষ্যে উদ্বুদ্ধ করা হয় এবং প্রবাসী ভোটারদের দ্রুত পোস্টাল কোড বিডি অ্যাপ এ নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয় এবং উপস্থিত প্রবাসীদের মাসে পোস্টাল ভোট বিডি অ্যাপ-এ নিবন্ধন প্রক্রিয়ার বর্ণনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
একই দিনে জোহরবাহরুতে অবস্থিত বিভিন্ন রেমিট্যান্স হাউসে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেয়ার লক্ষ্যে দ্রুত নিবন্ধন করার জন্য প্রচারণা চালানো হয় এবং লিফলেট বিতরণ করা হয়।
আমার বার্তা/এমই
