রায়েরবাজারে চলছে তৃতীয় দিনের মতো জুলাই শহীদদের মরদেহ উত্তোলন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

তৃতীয় দিনের মতো রাজধানীর রায়েরবাজার কবরস্থানে চলছে জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মৃতদেহ উত্তোলন ও পরিচয় শনাক্তের কার্যক্রম। 

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিদেশি ফরেনসিক টিমের অধীনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে তৃতীয় দিনের কার্যক্রম শুরু করেন তারা।

জানা যায়, মৃতদেহ উত্তোলনের পর চলছে ময়নাতদন্ত কার্যক্রম আর সংগ্রহ করা হচ্ছে হাড়ের ডিএনএ নমুনা। সবগুলো মরদেহ উত্তোলনের পর স্বজনদের ডিএনএর সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্ত করা হবে।
 
এর আগে গত রোববার (৭ ডিসেম্বর) প্রথম দিন মরদেহ উত্তোলন ও শনাক্ত কার্যক্রমের সময় আপনজনের মরদেহের খোঁজে ৭টি পরিবার আসেন রায়েরবাজার কবরস্থানে। এ সময় রায়েরবাজার কবরস্থানে আসা ৭ পরিবারের ১১ জন সদস্যেরও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
 
গত দুদিনে ৬টি মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর আবারও দাফন করা হচ্ছে মরদেহ। এ কার্যক্রমে ঢাকা জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ সহায়তা করছে আর্জেন্টাইন ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার লুইস ফন্ডেব্রিডার ও জাতিসংঘের মানবাধিকার কমিশন। 

আদালতের নির্দেশে আন্তর্জাতিক প্রোটকল মেনে শহীদদের মৃতদেহ উত্তোলন করা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি।
  
আমার বার্তা/এল/এমই