নিউএজ সম্পাদক নুরুল কবীরের ওপর হামলা: নিন্দা জানাল সাংবাদিক সেল
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:১৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:

নিউএজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীরের ওপর হামলার ঘটনাকে ঘৃণ্য সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। সংগঠনটি বলেছে, এই হামলার সঙ্গে জড়িতরা পতিত ফ্যাসিস্ট শক্তির ক্রীড়নক, যারা পরিকল্পিতভাবে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যমের ওপর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং সাংবাদিক- সম্পাদকদের নাজেহাল করার ঘটনাগুলো স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এসব ঘটনার সঙ্গে জড়িত সকল দুষ্কৃতকারীকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক এই ঘৃণ্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কণ্ঠরোধের যে অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
আমার বার্তা/এমই
