মহাসমাবেশ স্থগিত করেছে সরকারি কর্মচারী জাতীয় পরিষদ
প্রকাশ : ২৫ মে ২০২৩, ২০:৪১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
১০ম থেকে ২০ তম গ্রেডভুক্ত কর্মচারীদের বৈষম্যের অবসান, নবম পে-কমিশন গঠন, বেতন-ভাতা বৃদ্ধি, টাইম স্কেল- সিলেকশন গ্রেড পূর্ণবহালসহ ৭ সাত দফা দাবিতে মহাসমাবেশ কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদ।
আজ বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ মে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন এবং প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাইরুল ইসলাম এর সঙ্গে কর্মচারী নেতৃবৃন্দের বৈঠক হয়। প্রতিমন্ত্রী সকলের বক্তব্য শোনার পর কর্মচারীদের চলমান বৈষম্যের সাথে সহমত পোষণ করেন এবং পূর্ব ঘোষিত মহাসমাবেশ স্থগিতের আহবান জানান।
পাশাপাশি তিনি কর্মচারীদের দাবী, বেতনবৃদ্ধি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্বাক্ষাতের বিষয়ে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেন। একারনে মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পরিষদের সভাপতি মো. হেলাল উদ্দিন।
এ সময় সরকারি কর্মচারী জাতীয় পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আলী, মো. হেদায়েত হোসেন, মো. আব্দুল হাই মোল্যা ও মো. ফরিদুর রহমান, সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার রানা, মো. রুহুল আমিন, মো. জমসেদ আলম, মুহাম্মদ খলিলুর রহমান ভূঞা, মো. আনোয়ার হোসেন চৌধুরী, মো. আবুল কাশেম, মো. শাহীনুর আল-আমিন, মো. নজির আহমেদ ভূইয়া, সমন্বয়ক মো. এনামুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু সায়েম, মো. নিয়াজ মোর্শেদ মিঠু, জাকারিয়া হাসান, মো. মোস্তাফিজুর রহমান শাহীন, মো. খোরশেদ আলম, মো. বাহার উদ্দিন, মো. আমিনুল ইসলাম, মো. মোকাররম হোসেন, মো. আব্দুল মতিন খান, মো. শফিউল বাশার ও মো. আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম, মো. আব্দুল হালিম মিয়া, বি. এম. রবিউল ইসলাম, মো. জিয়াউর রহমান জিয়া, মো. জায়েদুল হক জাহিদ, মো. সেলিম, মো. আব্দুল করিম, মো. আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক মো. গাজীউর রহমান, মো. মাসুদ রানা, মো. কেরামত আলী, মো. জুলফিকার আলী ও আর কে চৌধুরী রিজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহে আলম, মো. রেজাউল ইসলাম, মো. তাজুল ইসলাম, মো. শাহাবুদ্দিন ভূঁইয়া, মো. আকিল আহমেদ, মো. হাসমত আলী ও মো. মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা ফেরদৌসী আক্তার, অনিতা রানী, কাজী সাবিনা আক্তার ও বেগম নুরুন্নাহার, কার্যনির্বাহী সদস্য আহসান হাবীব, কবির হোসেন সরকার, শাহ আলম সরকার, নুরুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুস, কে এম হযরত আলী, কিসমদ সরদার ও মো. নুর করিম উপস্থিত ছিলেন।
এবি/টিএ