এখনো ভোটের পরিবেশ দেখছে না জাপা

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১৭:৪৪ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

আনুষ্ঠানিকভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা না দিলেও দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য দলের আগ্রহী প্রার্থীদের কাছে দুই দিন ধরে মনোনয়ন ফরম বিক্রি করছে জাতীয় পার্টি। তবে এখনো দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু দাবি করছেন, তারা ভোটে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

মঙ্গলবার (২১ নভেম্বর) চুন্নু বলেন, তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্য দলগুলো মনোনয়নপত্র বিক্রি শুরু করলেও দেশে এখনো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ দেখছে না জাতীয় পার্টি। তাই মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

বনানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাপা মহাসচিব বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ দেখছি না। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে আমরা দ্বিতীয় দিনের মতো দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছি। তবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপা চেয়ারম্যান এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানান মুজিবুল হক চুন্ন।

এদিকে দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরের পর জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলেও জানিয়েছেন তিনি।

নির্বাচনকে ঘিরে সোমবার (২০ নভেম্বর) জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে দলটির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আজ মঙ্গলবার বরিশাল এবং খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। ইতোমধ্যেই শতাধিক প্রার্থী জাপার মনোনয়নপত্র নিয়েছেন।

এর আগে গতকাল জিএম কাদেরসহ পাঁচ শতাধিত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলটির এই কার্যক্রম চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। এ বছর দলটির প্রতিটি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।

 

আমার বার্তা/এমই