হত্যা মামলায় অভিযুক্ত বিএনপি নেতা রবির পদ স্থগিত

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১৪:৪৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

একটি বেসরকারি টেলিভিশনের কর্মকর্তা হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির।

সোমবার (১৪ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পদ স্থগিত করার বিষয়টি জানিয়ে তাকে চিঠিও দেওয়া হয়েছে।

বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যার ঘটনায় সঙ্গে থাকার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে রবির নাম ওঠে আসে। যার প্রেক্ষিতে বিএনপি সিদ্ধান্ত হচ্ছে- হত্যা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রবির সব সাংগঠনিক পদ স্থগিত থাকবে। সেটি জানিয়ে আজকে তাকে চিঠি দেওয়া হয়েছে।

এরআগে গত ১১ অক্টোবর রবিকে শোকজ নোটিশ দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়। কিন্তু রবির জবাব সন্তোষজনক না হওয়ায় সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়।


আমার বার্তা/এমই