ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:০১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আলী রায়হানের পিতা এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এসময় আরও কয়েকজন শহীদের পরিবারের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৩ বছর পর এবার প্রকাশ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে দলটির সারাদেশের শপথধারী সদস্যরা ও জামায়াতের শীর্ষ নেতারাসহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দলটির প্রায় ৬ হাজার সদস্য সম্মেলনে উপস্থিত হয়েছেন।
আমার বার্তা/জেএইচ