আ.লীগ নিষিদ্ধ-সংস্কার ছাড়া নির্বাচন হলে শহীদের সঙ্গে প্রতারণা হবে
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
![](/assets/news_photos/2025/02/11/image-42307-1739277705.jpg)
গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি বিচার, ভোটচোরদের ভোটে অযোগ্য ঘোষণা এবং মৌলিক সংস্কার নিশ্চিত করার আগে সংসদ নির্বাচনের পথে হাঁটলে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদের সঙ্গে প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
মাসউদ বলেন, গণহত্যাকারীদের বিচার, ভোটচোরদের ভোটে অযোগ্য ঘোষণা ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং মৌলিক সংস্কার নিশ্চিত করার আগে অন্তর্বর্তীকালীন সরকার সংসদ নির্বাচনের আয়োজনের পথে হাঁটলে তা হবে চব্বিশের বীর শহীদ ও আহতদের রক্তের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।
তিনি বলেন, বিচার ছাড়া যদি নির্বাচনের আয়োজন করা হয়, তাহলে এর বিরুদ্ধে যদি একজন মানুষ হিসেবেও কেউ প্রতিবাদ করে, সে ব্যক্তিটি হব আমি। হয়ত লড়াইটা দীর্ঘ হবে, কিন্তু এ লড়াই থেকে পিঁছু হটার কোনও সুযোগ নেই। জুলাই চলবে।
আমার বার্তা/এমই