দেশের রাজনৈতিক আকাশে নতুন করে মেঘের আবির্ভাব হয়েছে: মান্না

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১৮:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমি যা দেখছি, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের আকাশে নতুন করে মেঘের আবির্ভাব হয়েছে। যেভাবে দেশের বড় রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মতপার্থক্য প্রকাশিত হয়েছে, এটা আমাদের সবার জন্য দুশ্চিন্তার।

আমরা চাই, বাংলাদেশের যত বড় কঠিন কাজই হোক, সেই কাজ নিজেদের মধ্যে কথা বলে, আলোচনা করে সমাধানের দিকে যেতে। আমরা চাই বাংলাদেশের কোটি কোটি জনতা একসঙ্গে থাকুক, যাতে আমরা আমাদের লড়াই অব্যাহত রাখতে পারি। মেহনতী জনতার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।

ফিলিস্তিনে গণহত্যা বিষয়ে তিনি বলেন, গাজার এইবারের ঘটনা প্রমাণ করেছে যে, এত বড় অমানবিকতা সম্ভবত পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি। আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই, যারা দেশের আবাল-বৃদ্ধ-বনিতা নির্বিশেষে একত্রিত হয়ে এর প্রতিবাদ জানিয়েছেন।

 

আমার বার্তা/এল/এমই