মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়: জামায়াত আমির
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৭:৫১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে ‘মব কালচার’ চললেও এতে তার দলের কেউ জড়িত নয়। ১৯৭২ সাল থেকেই দেশে এমন পরিস্থিতি চলছে এবং জামায়াত সবসময় এর বিরোধিতা করে এসেছে। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রামে সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে এখন ‘মব পরিস্থিতি’ বিরাজ করছে। এই অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করতে হলে মৌলিক রাজনৈতিক সংস্কার প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, যারা এই ধরনের ঘটনায় জড়িত, তাদের নিজ দলের নেতাদের উচিত তাদের নিয়ন্ত্রণে আনা। এরপর রাষ্ট্রের দায়িত্ব হবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা।
দলীয় সূত্রে জানা গেছে, বিকাল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতের বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। প্রায় ১৭ বছর পর রংপুরে জামায়াতের এ ধরনের বড় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
আমার বার্তা/এল/এমই