অসুস্থ জামায়াত আমিরকে দেখতে তার বাসায় গিয়েছেন ধর্ম উপদেষ্টা

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৫:৫৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে তার বাসায় গিয়েছেন ধর্ম-বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
অসুস্থ জামায়াত আমিরের বাসায় যান ধর্ম-বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২০ জুলাই) উপদেষ্টা জামায়াত আমিরের বাসায় পৌঁছে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডা. খালিদুজ্জামান।
 
এরআগে, শনিবার (১৯ জুলাই) জামায়াতের সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। বক্তব্য দেয়ার সময় তিনি দাঁড়ানো অবস্থা থেকে মঞ্চে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেও আবারও লুটিয়ে পড়েন তিনি। পরে বসে বসেই তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেয়া হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে হাসপাতালে যান।


আমার বার্তা/এল/এমই