চাঁদাবাজির ভিডিও ভাইরাল, এনসিপি নেতা নিজামকে সাময়িক বহিষ্কার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৪:২৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজির ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সমন্বয়ক নিজাম উদ্দিনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে শোকজ নোটিশও দিয়েছে এনসিপি।
সোমবার (১১ আগস্ট) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে বহিষ্কারের আদেশ প্রকাশ করা হয়। এতে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সাঈদ উদ্দিন সিফাত স্বাক্ষরিত চিঠিতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় এবং আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়।
এছাড়া, সোমবার দুপুরে চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিনের সই করা একটি শোকজ নোটিশও পাঠানো হয় নিজাম উদ্দিনকে। এতে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দলের নোটিশে বলা হয়, ১০ আগস্ট বিভিন্ন সংবাদমাধ্যমে ভিডিও প্রকাশের পর তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। কেন ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চট্টগ্রামের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হকের কাছে পাঠাতে হবে।
গতকাল রোববার ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাঁদা চাইতে শোনা যায় নিজাম উদ্দিনকে। কথোপকথনটি ছিল তার সঙ্গে আরেক ব্যক্তির।
এ বিষয়ে নিজাম উদ্দিন বলেন, এগুলো পুরোনো ভিডিও, পরিকল্পিতভাবে ছড়িয়ে দিয়ে তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। ভিডিও যে করেছে (আফতাব) সে লাইভে এসে বিস্তারিত বলবে বলেও জানান তিনি।
এর আগে, গত ৫ জুলাই এক নারী দুই কোটি টাকা চাঁদা না পেয়ে স্বামীকে মিথ্যা মামলায় দেওয়ার অভিযোগ এনে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনারকে চিঠি দেন। তখন নিজাম উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন। অভিযোগের পর তার পদ স্থগিত করা হলেও পরে ফের বহাল করা হয়।
আমার বার্তা/জেএইচ