বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৩:৫০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় একটি মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে প্রতিবেদনটি দাখিল করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৬৬ জনের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ না মেলার কথা বলা হয়েছে প্রতিবেদনে।
২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রমনা থানায় মামলাটি করা হয়। বৃহস্পতিবার বিকেলে আসামিদেরকে মামলা থেকে অব্যাহতি প্রদানের বিষয়ে আদেশের কথা রয়েছে।
আমার বার্তা/এল/এমই