জামায়াত সুসংগঠিত, কিন্তু ভোটে জেতা সম্ভব নয়
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক ময়দানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীকে দেখা গেলেও, দলটি সুসংগঠিত হলেও তাদের পক্ষে নির্বাচনে জেতা সম্ভব নয়- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জুলাই মাসে গণ-অভ্যুত্থানের পর জামায়াতের রাজনৈতিক তৎপরতা বাড়লেও গণমানুষের মধ্যে তাদের প্রভাব সীমিত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘জামায়াত যেভাবেই হোক লাইম লাইটে এসে গেছে। মিডিয়া ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে এবং এটা তারা করবেই। তবে জনগণের মধ্যে খুব একটা প্রভাব ফেলতে পারেনি।‘
বিএনপি মহাসচিব জামায়াতকে একটি ‘রেডিমেন্টেড পলিটিক্যাল পার্টি’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘তাদের সবচেয়ে বড় সুবিধা হলো তারা সুসংগঠিত। যথেষ্ট ফান্ডও রয়েছে। কিন্তু নির্বাচনে গিয়ে ভোটে পুরোপুরি জয়ী হয়ে যাবে, এমন কিছু আমি মনে করি না।‘
শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং জাতীয় পার্টির নিষ্ক্রিয়তায় জামায়াত আপাতদৃষ্টিতে সুবিধাজনক অবস্থানে থাকলেও, সেই সুবিধা বাস্তব ভোটের রাজনীতিতে রূপ নেবে না বলে মনে করেন বিএনপির শীর্ষ নেতা।
বিশ্বজুড়ে ডানপন্থি রাজনীতির উত্থানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘গোটা পৃথিবীতে যেভাবে ডানপন্থিদের উত্থানের চেষ্টা হচ্ছে, বাংলাদেশও তার বাইরে নয়। তবে সেই প্রচেষ্টা ভোটের রাজনীতিতে সফল হবে না বলেই আমার বিশ্বাস।‘
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিনি সময়মতো দেশে ফিরবেন।‘
আমার বার্তা/জেএইচ